প্রাচীন ভারতীয় সাহিত্য ll Ancient Literature of India Part-1
ভারতের প্রাচীন সাহিত্য :-
************************
(১ . বেদ কথার অর্থ কি ?
উঃ জ্ঞান I
(২. বেদের অপর নাম কি ?
উঃ শ্রুতি I
(৩. “ত্রয়ী” বলা হয় কোন কোন বেদ কে ?
উঃ ঋগ্বেদ, সাম বেদ ও যযুর্বেদের সমষ্টি কে I
(৪. বেদের মুল অংশ কয়টি ?
উঃ দুটি; যথাঃ মন্ত্র ও ব্রাহ্মণ I
(৫. বৈদিক মন্ত্রের সংগ্রাহক গ্রন্থের নাম কি ?
উঃ সংহিতা I
(৬. বেদাঙ্গ কয়টি ও কিকি ?
উঃ ছয় টি; যথাঃ শিক্ষা, কল্প, ব্যকরণ, ছন্দ, নিরুক্ত এবং জ্যোতিষ I
(৭. প্রথম মণ্ডলের সুক্ত সংখ্যা কয়টি ?
উঃ ১৯১ টি I
(৮. ঋগ্বেদ ইন্দ্রজালাত্মক সুক্ত সংখ্যা কয়টি ?
উঃ তিরিশ টি I
(৯. কথোপকথনের আকারে রচিত ঋগ্বেদের সংবাদ সুক্ত গুলি কি নামে পরিচিত ?
উঃ ধর্মনিরপেক্ষ সুক্তি নামে I
(১০. ‘সাম’ শব্দের অর্থ কি ?
উঃ ‘সাম’ শব্দের অর্থ হল ‘গান’ বা ‘গীত’ I

সংগ্রহ করুন শিশু মনস্তত্ব ইবুক “শিশু শিক্ষার অনুষঙ্গ”
(১১. সাম বেদের অধিকাংশ মন্ত্র আর অন্য কোথায় পাওয়া যায় ?
উঃ ঋগ্বেদে I
(১২. দশতি কি ?
উঃ দশতি হল দশটি সুক্তের সঙ্কলন I
(১৩. যযুর্বেদের পুরোহিতের নাম কি ?
উঃ অধ্বর্য I
(১৪. মহাভাষ্যকার পতঞ্জলি যযুর্বেদের কয়টি শাখার উল্লেখ করেছেন ?
উঃ ১০১ টি I
(১৫. কৃষ্ণ যযুর্বেদের সংহিতার নাম কি ?
উঃ তৈত্তিরিয় সংহিতা I
(১৬. অথর্ববেদের প্রাচীন নাম কি ?
উঃ অথর্বাঙ্গিরসবেদ I
(১৭. ‘অঙ্গিরা’ শব্দের অর্থ কি ?
উঃ অগ্নি যাজক I
(১৮. অথর্ববেদ সংহিতা কয়টি কয়টি খণ্ডে বিভক্ত ?
উঃ ২০ টি খণ্ডে I
(১৯. সর্ববিধ পাপ ক্ষয়ের জন্য ব্যবহৃত মন্ত্রগুলিকে কি বলা হয় ?
উঃ প্রায়শ্চিত্ত মন্ত্র I
(২০. ব্রাহ্মণ সাহিত্য কোন আঙ্গিকে রচিত হয়েছে ?
উঃ গদ্যে I
(২১. বিষয়বস্তুর দিক থেকে অথর্ববেদের মন্ত্রগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ?
উঃ ৯ টি শ্রেণীতে I
(২২. বর্তমানে প্রাপ্ত ব্রাহ্মণ সমূহের মধ্যে ঋগ্বেদের ব্রাহ্মণ কয়টি ?
উঃ দুটি; যথাঃ অ) ঐতেরেয় ব্রাহ্মণ এবং আ) কৌষিতকি ব্রাহ্মণ I
(২৩. যযুর্বেদের শাখা কয়টি ও কিকি ?
উঃ দুটি, যথাঃ অ) কৃষ্ণ যযুর্বেদ এবং আ) শুক্ল যযুর্বেদ I
(২৪. অথর্ববেদের সঙ্গে যুক্ত একমাত্র ব্রাহ্মণ এর নাম কি ?
উঃ গোপথ ব্রাহ্মণ I
(২৫. উপনিষদের সংখ্যা কয়টি ?
উঃ দশ টি I