Degital World’s Digital Platforms
♦Digital Platforms ♦
1. ডেইসি হুইল পিন্টার 👉 একসঙ্গে একটি ক্যারেক্টারের বেশি প্রিন্ট করতে পারে না I
2. 1 নিবল = 4 বিটস I
3. HTML এর পুরো নাম 👉 Hypertext Markup Language
4. Rom যে পোগ্রাম গুলি রাখে তাকে বলে 👉ফার্মওয়ের I
5.DOS এর পুরো নাম 👉 Disk Operating System
6. লাইনার প্রিন্টার 👉 একসঙ্গে একটি লাইন প্রিন্ট করতে পারে
7. FORTRAN ভাষাটি 👉 বিজ্ঞান ক্ষেত্রে ব্যবহার করা হয় I
8. COBOL 👉 ভাষাটি ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহার হয় I
9. কম্পুটারের ভাইরাস কে বলা হয় 👉 বাগ I
10. C,C++ JAVA এগুলি হল 👉 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ I
11. মাইক্রো কম্পিউটারের ডাটাবেস ম্যনেজমেন্ট সিস্টেমকে বলে 👉 ডি.বেস I
12. CAD কথাটি যুক্ত 👉 ডিজাইনিং ক্ষেত্রে I
13. কম্পিউটারের প্রকৃত প্রসেসিং এর কাজটি করে 👉 ALU
14. ALU এর পুরো নাম 👉 Arithmetic Logic Unit.
15. প্রথম ইন্টারনেটে উপলব্ধ ম্যাগাজিন হল 👉 ইন্ডিয়া টু ডে I
16. IBM এর সম্পূর্ণ নাম 👉 International Business Machine.
17. ভারতের প্রথম কম্পিউটার চালিত ডাকঘর 👉 নিউদিল্লি I
18. ভারতের তৈরী প্রথম কম্পিউটার 👉 সিদ্ধার্থ I
19. একটি হার্ডডিস্কের গতি হল 👉 3600 Cycles/minute.
20. ভারতের প্রথম কম্পিউটর প্রস্তুতকারী সংস্থা 👉 Wipro.
21. ROM এর সম্পূর্ণ নাম 👉 Read Only Memory.
22. UPS এর পুরো নাম 👉 Uninterepted Power Supplier.
23. ISDN এর পুরো নাম 👉 Untrigated Services Digital Network
24. WAP এর পুরো নাম 👉 Wearless Appliances Protocol.
25. ভারতীয় ডাক বিভাগ E-Post চালু করে 👉 2004 এর 4জানুয়ারী I
26. লোডার হল 👉 একটি প্রোগ্রাম যা প্রোগ্রামকে মেমোরিতে স্থানান্তরিত করে ও কাজের জন্য তৈরী করে I
27. ডিজিটাল সার্কিটে 👉 অ্যানালগ স্তরের ডিস্ক্রিট ব্যান্ডের সিগন্যাল পরিবহন হয়
28. বুটিং দ্য সিস্টেম এর অর্থ 👉
29. MS-DOS এর এক্সটার্নাল কমান্ড হল 👉 FORMAT.
30. DOS এর কমান্ড হল 👉 DUPLICATE.
31. LAN এর পুরো নাম 👉 Local Area Network.
32. কম্পিউটারের প্রোগ্রামিং ভাষা যা শিশুরা প্রায়শই ব্যবহার করে 👉 Logo
33. শিশুদের কম্পিউটার প্রোগ্রামিং এর প্রথম পাঠ 👉 Logo .
34. যে হারে CRT তে স্ক্যানিং এর পুনরাবৃত্তি ঘটে তাকে বলে 👉 Refresh Rate.
35. A Bug in a Program হল 👉 একটি Error .
36. কম্পিউটার থেকে ডাটা ডিলিট করে দিলে তা ডিস্কে থাকে 👉 যতক্ষণ পর্যন্ত রিসাইকেল বিণ খালি না করা হচ্ছে I
37. Google হল 👉 একটি সার্চ ইঞ্জিন I
38. DVB এর সম্পূর্ণ নাম 👉 Digital Versetile Disk.
39. আইকন হলো 👉 ছবি কমান্ড I
40. Internet Explorer NetScape Mozilla হল 👉 Navigation Program
41. Secondary Storage এর উদাহরণ 👉 DVD, Flpooy, Megnatic Tap.
42. যে Blinking Bar টি কম্পিউটারের মনিটরের টেক্সটে ব্যবহারকারীর অবস্থান দেখায় তাকে বলে 👉 কার্সার I
43. ডিজিটাল সার্কিট যে ধরনের তথ্য ব্যবস্থা স্বীকার করে তা হল 👉 বাইনারি পদ্ধতি I
44. Html এ কিওয়ার্ড সম্পন্ন ট্যাগ গুলি যে ঘেরাটোপে থাকে তাকে বলে 👉 অ্যাঙ্গুলার ব্র্যাকেট (<>) I
45. 1 Nibble = 1/2 Octet .
46. WRITE হল 👉 টেক্সট এডিটর I
47. বিশ্বের প্রথম সুপার কম্পিউটার 👉 ‘Kre K1S’
48. বিশ্বের প্রথম সুপার কম্পিউটার আবিষ্কার করেন 👉 সিমোর ক্রে I
49. ভারতে প্রথম সাইবার স্কুল খোলে 👉 কর্পোরেশন ইন্টেল 1996 সালে I
50. Information Super Highway বলা হয় 👉 Internet কে I
————–
♥ পোস্ট টি আগ্রহপূর্বক পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই I সর্বাগ্রে আমাদের সমস্ত পোস্ট এর সূচনা পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করুন I প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা উপযোগী তথ্যভাণ্ডার তুলে ধরবো আমরা I
সঙ্গে থাকুন, সংগ্রহ করুন I