অবশেষে হতে চলেছে দুর্গাপূজা, ফি বছর ll Durgapuja Abar Habe
অবশেষে হতে চলেছে দুর্গাপূজা, ফি বছর !
********************************
পশ্চিমবঙ্গে (বাংলা) দীর্ঘ সময় ধরে ধুঁকছে শিক্ষা ব্যবস্থা, নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন টালবাহানায় দীর্ঘদিন ধরে বাদুড় ঝোলা ঝুলে রয়েছে I যে কয়টা নিয়োগ হয়েছে শিক্ষাক্ষেত্রে তাতে বিপুল পরিমাণে অনিয়ম হয়েছে বলে মনে করেন অনেকেই I একাদশ-দ্বাদশ থেকে শুরু করে উচ্চ প্রাথমিক প্রতিটি স্তরেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এক কদম এগোলেই হোঁচট খেয়েছে বারবার I মূলতঃ আশঙ্কা ও নৈরাশ্যের বেড়াজালে জড়িয়ে আতঙ্কিত অসংখ্য শিক্ষার্থী এবং হবু শিক্ষক মহল I এক সময় সমালোচনার ঝড় ওঠে “ইন্টার্ন শিক্ষক” নিয়োগের প্রস্তাবের বিপক্ষে I ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে প্রেক্ষাপট, রাজ পথে হবু শিক্ষকদের দীর্ঘ অনশন এ রাজ্যের প্রশাসনিক পরিকাঠামোর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শিক্ষা ব্যবস্থার নিরাশা জনক আবস্থা কে I অনেক টাল বাহানা, অবশেষে বোধোদয় হল বুঝি !
এক সময় শিক্ষামন্ত্রীর গলায় শোনা যায় বিস্ময়কর এক বাণী “SSC কি দুর্গাপূজা যে বছর বছর করতে হবে?”, গতকাল তিনিই আবার সম্পূর্ণ উল্টো পথে হেঁটে নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া নিয়োগ জুনের মধ্যে সম্পূর্ণ করার কড়া আদেশ দেন এস এস সি চেয়ারম্যান কে I সুতরাং বোঝায় যায় পরিস্থিতির গতিপথ কিছুটা হলেও এখন শিক্ষা ব্যবস্থার অনুকূলে এবং অসংখ্য শিক্ষিত বেকার যুবক যুবতীর বুকে স্বস্তির শীতল বায়ু বইছে I এখন সময় শুধু নিজেকে কঠোর অনুশাসনের মধ্য দিয়ে তৈরি করা I কি জানি হয়তো বা দুর্গাপূজা আবার বন্ধও হয়ে যেতে পারে I তাই সুযোগ কাজে লাগিয়ে আজ থেকেই নিয়মিত প্রস্তুত করুন নিজেকে I
সংগ্রহ করুন 190 পাতার অসংখ্য তথ্য সম্বলিত ইন্ডিয়ান রেলওয়ে ইবুক
SLST Geography প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে MGI গ্রুপের MGI SLST Geography Online Coaching, তাই বিলম্ব না করে যুক্ত হয়ে যান আমাদের সাথে এবং নিজেকে নিয়মিত ভাবে অনুশাসনের মধ্য দিয়ে উপযোগী করে তুলুন ….
*স্কুল সার্ভিস ভূগোলের জন্য অনলাইন কোচিং নিতে
ধন্যবাদ