পর্যায়ণ ll Gradation

পর্যায়ণ (Gradation):- ‘পর্যায়ণ’ শব্দের অর্থ হল ‘ধাপে ধাপে ঘটা’ l যে প্রকৃয়ায় বহিঃস্থ ভূমিরুপ প্রকৃয়ার ক্রিয়াশীল মাধ্যম গুলি দীর্ঘদিন ধরে তাদের ক্রিয়াশীলতার মাধ্যমে এক ভূমিরুপ থেকে অন্য ভূমিরুপের উত্পত্তি ঘটায় তাকে পর্যায়ণ বলে l ভূতত্ববিদ চেম্বারলিন ও স্যলিস বারির মতে ‘যেসব প্রক্রিয়া তাদের অনবরত ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূভাগের স্বভাবিক রুপবৈচিত্রকে পরিবর্তন করে একটি স্বভাবিক তলের উত্পত্তি ঘটায় তাদের সমষ্টিকে পর্যায়ণ বলে l’ এই সমষ্টি গত প্রক্রিয়া মূলতঃ অবরোহন ও আরোহণ প্রক্রিয়ার সমন্বয় l

G.K.Gilbert 1876 খৃষ্টাব্দে সর্বপ্রথম ‘Grade’ শব্দটি ব্যবহার করেন l তিঁনি নদীর ক্ষয় ও সঞ্চয় কার্যের ফলে ধীরে ধীরে গড়ে ওঠা ভারসাম্য জনিত ভূমিরুপ গঠনের ক্রম কে ‘Grade’নামে অভিহিত করেন l

পড়ুন :- বৃষ্টির জল সংরক্ষণ

বিভাগ :- পর্যায়ণ দুটি প্রক্রিয়ার মিলিত (Integrated) অবস্থা, এগুলি হল –

অবরোহণ(Degradation) :- দুটি বহিঃর্জাত ভূমিরুপ প্রক্রিয়ার বিভিণ্ন মাধ্যম গুলি যখন ক্ষয়কারী ক্রিয়াশীলতার মাধ্যমে কোন প্রাথমিক ভূভাগকে ক্ষয়ের শেষ সীমায় পৌঁছিয়ে ভূমিভাগের উচ্চতা হ্রাস ঘটায় তখন সেই প্রক্রিয়াকে অবরোহন বলে l

বৈশিষ্ট :- (1) অবরোহন প্রক্রিয়ার মাধ্যমে কোন প্রাথমিক উচ্চ ভূমিরুপ ক্ষয়িভূত হয় l

(2) যতক্ষণ পর্যন্ত প্রাথমিক বা ক্রিয়াশীল ভূখণ্ড ক্ষয়ের শেষ সীমা (Base Level Of Erosion) তে পৌঁছায় ততক্ষণ অবরোহন প্রক্রিয়া চলতে থাকে l

(3) এই প্রক্রিয়ায় বিভিণ্ন প্রকার ক্ষয়জাত ভূমিরুপ সৃষ্টি হয় l

(4) অবরোহন প্রক্রিয়া তার বিভিণ্ন প্রকার ক্রিয়াশীল মাধ্যম গুলির ঋণাত্মক গতির ওপর নির্ভরশীল l

(5) ভূমিভাগ অবতল ঢাল সৃষ্টির একটি অন্যতম মাধ্যম হল অবরোহন প্রক্রিয়া l

পড়ুন :- বিভিন্ন প্রকার অর্থনৈতিক কার্যাবলী

 

মাধ্যম :- অবরোহন প্রক্রিয়া কয়েকটি নির্দিষ্ট মাধ্যম দ্বারা নিয়ন্ত্রিত,এগুলি হল – (1) স্থিতিশীল মাধ্যম :- (a)আবহবিকার (b) পুঞ্জক্ষয় (c) বায়ুমন্ডলীয় অবস্থা ;

(2) গতিশীল মাধ্যম :- (a) নদীর ক্ষয় কার্য(i)উত্পাটন (ii)অব ঘর্ষ ক্ষয় (iii)ঘর্ষণ (iv) দ্রবণ ; (b) বায়ুর ক্ষয় কার্য :- (i) অবঘর্ষ (ii) ঘর্ষণ ক্ষয় ; (c) হিমবাহের ক্ষয় কার্য:- (i)উত্পাটন (ii)ঘর্ষণ ক্ষয় (iii)অবঘর্ষ ; (d) ভৌম জলের ক্ষয় কার্য; (e) সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্য :- (i) দ্রবণ ক্ষয় (ii) জল প্রবাহ ক্ষয় (iii)ঘর্ষণ ক্ষয় (iv)অবঘর্ষ এবং (f)ক্ষয়িভবন ইত্যাদি l

আরোহণ(Agradation) :- বহিঃস্থ ভূমিরুপ প্রক্রিয়ার বিভিণ্ন মাধ্যম গুলি যখন সঞ্চয়কারী ক্রিয়াশীলতার মাধ্যমে কোন অবতল ভূভাগকে উত্তল ভূমি ভাগ হিসাবে উন্নীত করে এবং স্থিতিশীলতা প্রদান করে তখন সেই প্রক্রিয়াকে আরোহণ বলে l

পড়ুন :- পরিবেশ বিদ্যার প্রশ্নোত্তর

 

বৈশিষ্ট :- (1) আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে কোন নিম্ন ভূমিরুপ অপেক্ষাকৃত উচ্চ ভূমিরুপ বা সমতল ভূমিরুপে উন্নীত হয় l

(2) যতক্ষণ পর্যন্ত না আপেক্ষিক অঞ্চলের ভূমির উচ্চতার সঙ্গে আরোহণ প্রভাবক অঞ্চলের ভূমির উচ্চতা স্থিতিশীল হয় ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকে l

(3) এই প্রক্রিয়ায় সঞ্চয়জাত ভূমিরুপ সৃষ্টি হয় l

(4) অবরোহন প্রক্রিয়ার মতোই আরোহণ প্রক্রিয়া তার মাধ্যম গুলির গতির ওপর নির্ভরশীল তবে এক্ষেত্রে সঞ্চায়ক গতি l

(5) ভূমিভাগে উত্তল ঢাল সৃষ্টির একটি অন্যতম বহিঃস্থ মাধ্যম আরোহণ l

মাধ্যম :- আরোহণ প্রকৃয়ায় ক্রিয়াশীল মাধ্যম গুলি হল – (a) নদী দ্বারা পলল সঞ্চয় (বদ্বীপ); (b) বায়ু প্রবাহ জনিত সঞ্চয়(লোয়েস সমভূমি); (c) হিমবাহ অবস্করের সঞ্চয়-(গ্রাব রেখা, ড্রামলিন, এস্কার, কেম, আউট ওয়াশ সমভূমি ); (d) ভৌম জলের প্রভাবে সঞ্চয়-(স্ট্যালাক টাইট, স্ট্যালাক মাইট, ড্রিপ স্টোন, পিলার )এবং (e) সমুদ্র তরঙ্গ জনিত সঞ্চয় –(চর বাঁধ, সৈকত ভূমি )ইত্যাদি l


“ভৌগোলিক সালানুক্রম”
*********************************

_”ভৌগোলিক সালানুক্রম” বাংলা ভাষায় এই প্রথম সাল অনুযায়ী ভৌগোলিক ঘটনাবলীর অনবদ্য সঙ্কলন I ভূগোলের জন্মলগ্ন থেকে সমসাময়িক কাল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনাক্রম, বিভিন্ন ভৌগোলিকগানের জন্ম-মৃত্যু, তাদের আবিষ্কার, তত্বের প্রবর্তন, বিভিন্ন বই এর প্রকাশকাল সহ নামকরণ, বিভিন্ন শব্দের ব্যবহার ও প্রতিষ্ঠানের গঠণ ইত্যাদি একই স্থানে উপলব্ধ করাই এই ইবুকের মুল লক্ষ্য। ইবুকটি সংগ্রহ করুন এবং ভৌগোলিক জ্ঞানের পরিধির ব্যপ্তি ঘটিয়ে আনন্দ উপোভোগ করুন I_
==========================
“ভৌগোলিক সালানুক্রম” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ

Click Now

 

সংকলক :- গোপাল মণ্ডল ও অরিজিৎ সিংহ মহাপাত্র

প্রথম প্রকাশ:- 01/05/2019

প্রকাশক :- মিশন জিওগ্রাফি ইন্ডিয়া

সোশাল মিডিয়া পার্টনার:- ভূগোলিকা-BHUGOLIKA

মূল্য :- মাত্র ₹60

পাতা সংখ্যা :- 166

সঙ্কলিত সাল সংখ্যা :- 2500 +

©মিশন জিওগ্রাফি ইন্ডিয়া কর্তৃক সংরক্ষিত

প্রাপ্তিস্থান: MGI E-BOOKS STORE

“ভৌগোলিক সালানুক্রম” ইবুকটি নেওয়ার জন্য এখানে ক্লিক করুনঃ
Click Here

ধন্যবাদ


পড়ুন :- ব্রিটিশ ভারতের বিভিন্ন ভাইসরয়

জীবন বিজ্ঞান স্পেশাল, দ্বিতীয় পর্ব

পদার্থ বিজ্ঞানের সংকলন, দ্বিতীয় পর্ব

ভারতীয় সংবিধানের তথ্য, দ্বিতীয় পর্ব

পড়ুন ভারতীয় অর্থনীতি, প্রথম পর্ব  

Spread the love
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!