সাধারণ জ্ঞানের সংকলন ll Important General Knowledge Collection Part-3
সাধারণ জ্ঞানের পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
(আজ তৃতীয় পর্ব)
*********************************
সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর, দ্বিতীয় পর্ব
সাধারণ জ্ঞানের প্রশ্নোত্তর, প্রথম পর্ব I
(1. ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্ঠা কে ?
উঃ শরদিন্দু বন্দোপাধ্যায় I
(2. সাইলক চরিত্রটি আমরা কোথায় পাই ?
উঃ শেক্সপিয়র এর “মার্চেন্ট অফ ভ্যানিস” নামক নাটকে I
(3. “স্বপ্নবাসব দত্তা” নাট্য কাব্যের রচয়িতা কে ?
উঃ মহাকবি ভাস I
(4. কোন বছরকে রাষ্ট্রসংঘ বিশ্ব স্বাক্ষরতা বর্ষ হিসাবে চিহ্নিত করে ?
উঃ 1990 সালকে I
(5. হো-চি-মিন প্রথম জীবনে কোন কর্মে নিযুক্ত ছিলেন ?
উঃ হোটেলের রাঁধুনি ছিলেন I
(6. কখন কোথায় ভারতে প্রথম বেতার বার্তা চালু হয় ?
উঃ 1927 সালে বোম্বাই (মুম্বাই) তে I
(7. আলকারাম কোন দেশের ফুটবল ক্লাব ?
উঃ সিরিয়ার I
(8. এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ‘ম্যান অফ দ্য ম্যাচ’ স্বীকৃতি কার রয়েছে ?
উঃ শচীন টেন্ডুলকারের (58 বার) I
(9. মহিলা ক্রিকেটে বিশ্বের দ্রুততম বোলার কে ?
উঃ ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী (115km/h)
(10. বিশ্বনাথন আনন্দ কোথায় কখন প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হন ?
উঃ তেহরানে, 2000 সালের 24 সে ডিসেম্বর I
সাধারণ বিজ্ঞান – পরিমাপ পদ্ধতি থেকে 50 টি প্রশ্নোত্তর
জীবন বিজ্ঞান স্পেশাল প্রথম পর্ব
ভারতের গুরুত্বপূর্ণ পদে অধিষ্টিত ব্যক্তিবর্গ
(11. ক্রিস্টিনা ফুসানো কোন দেশের টেনিস খেলোয়াড় ?
উঃ মার্কিন যুক্তরাষ্ট্রের I
(12. নীলম সিং কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ডিসকাশ খেলার সাথে I
(13. পাল পেরুয়েনো কোন দেশের ভলিবল খেলোয়াড় ?
উঃ ব্রাজিলের I
(14. ইভান বাসো কোন দেশের সাইকেলিস্ট ?
উঃ ইতালির I
(15. যুবরাজ সিং কোন বোলারের 6 টি বলে 6 টি ছয় মারেন ?
উঃ স্টুয়ার্ট ব্রড I
(16. থার্ম কি ?
উঃ তাপের একটি বৃহৎ একক I
(17. লুনার কস্টিক বলা হয় কোন অ্যাসিড কে ?
উঃ সিলভার নাইট্রেট কে I
(18. হাইড্রোলিথ কি ?
উঃ ক্যালসিয়াম হাইড্রাইড I
(19. অক্সিজেনের একটি বহুরূপতার নাম কি ?
উঃ ওজন গ্যাস I
(20. কোন ক্ষেত্রে সাইক্লোট্রন যন্ত্রের ব্যবহার হয় ?
উঃ পারমাণবিক গবেষণায় I
জীবন বিজ্ঞান স্পেশাল দ্বিতীয় পর্ব
(21. ওয়াটার গ্যাস কোন কোন গ্যাসের মিশ্রণ ?
উঃ সম আয়তন কার্বনমনোক্সাইড ও হাইড্রোজেন গ্যাসের I
(22. সালফারের সবথেকে স্থায়ী রুপভেদের নাম কি ?
উঃ রম্বিক সালফার I
(23. নিষ্ক্রিয় লোহা তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার হয় ?
উঃ নাইট্রিক অ্যাসিড I
(24. কোন কাঁচ কখনোই ভাঙ্গে না ?
উঃ প্লোকিস কাঁচ I
(25. খুব বৃহৎ দৈর্ঘ্য মাপার তিনটি একক কিকি ?
উঃ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, আলোকবর্ষ এবং পারসেক I
(26. সরু তারের ব্যাস কিসের মাধ্যমে পরিমাপ করা হয় ?
উঃ স্ক্রু গেজ দ্বারা I
(27. সোডিয়াম পটাসিয়াম টার্টেট অন্য কি নামে পরিচিত ?
উঃ রচেলি সল্ট I
(28. প্লাঙ্ক ধ্রুবকের মান কত ?
উঃ h = 6.62X 10-27 Arg/Sec.
(29. প্রোটন কণার নামকরণ কে করেন ?
উঃ রাদার ফোর্ড I
(30. ইলেক্ট্রন কণার নামকরণ কে করেন ?
উঃ I.G Stony
(31. বায়ুর গতিবেগ মাপার একক কি ?
উঃ নট I
(32. মহাবিষুব কবে ঘটে ?
উঃ 11 ই মার্চ I
(33. জল বিষুব কবে ঘটে ?
উঃ 23 সে সেপ্টেম্বর I
(34. কর্কট সংক্রান্তি কবে ঘটে ?
উঃ 21 সে জুন I
(35. মকর সংক্রান্তি কবে ঘটে ?
উঃ 21 সে ডিসেম্বর I
(36. পেরিডোটাইট কোন শিলার উদাহরণ ?
উঃ অতি ক্ষারকিয় শিলার I
(37. জাতি সংঘের প্রতিষ্ঠা হয় কবে ?
উঃ 1920 সালের জানুয়ারিতে I
(38. প্রত্যক্ষ সংগ্রাম দিবস কবে পালিত হয় ?
উঃ 1946 সালের 16ই আগস্ট I
(39. ভারত দ্বি-বিভাগের সিদ্ধান্ত হয় কবে ?
উঃ 1947 সালের 3রা জুন I
(40. প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয় কোন জাহাজে ?
উঃ এম. ভি আলোয়ার নামক জাহাজে I
জীবন বিজ্ঞানের প্রশ্নোত্তর, দ্বিতীয় পর্ব
উচ্চ প্রাথমিক ইন্টারভিউ, প্রথম পর্ব
(41. কোন কমিটিতে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় ?
উঃ বোম্বাই নিখিল ভারত কংগ্রেস কমিটিতে I
(42. নিখিল ভারত কৃষক সভা কবে স্থাপিত হয় ?
উঃ 1936 সালে I
(43. ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ দলের প্রতিষ্ঠাতা কে ?
উঃ মাস্টারদা সূর্যসেন I
(44. পকিস্তান প্রস্তাব কে দেন ?
উঃ কেমব্রিজের ভারতীয় ছাত্র চৌধরী রহমত আলি I
(45. মিউনিখ চুক্তি কবে কাদের মধ্যে হয় ?
উঃ 1938 সালে; ফ্রান্স, জার্মানি, ইতালি ও বৃটেনের মধ্যে I
(46. আলফ্রেড নোবেল কোন ক্ষেত্রে জড়িত ছিলেন ?
উঃ রসায়ন বিষয়ের গবেষণায় I
(47. কোন উষ্ণতায় পদার্থের গতি স্থির হয় ?
উঃ 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় I
(48. পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?
উঃ ফর্মিক অ্যাসিড I
(49. বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড সনাক্ত করা হয় ?
উঃ HNO3 কে I
(50. মিথেন, হাইড্রোজেন ও কার্বনের মধ্যে বন্ধন কোণের মান কত ?
উঃ 109 ডিগ্রি 85 সেকেন্ড I
উচ্চ প্রাথমিক ইন্টারভিউ, দ্বিতীয় পর্ব
রসায়ন বিদ্যার প্রশ্নোত্তর, প্রথম পর্ব
উচ্চ প্রাথমিক ইন্টারভিউ, তৃতীয় পর্ব
জনসংখ্যা ভূগোলের প্রশ্নোত্তর, দ্বিতীয় পর্ব
পোস্ট টি গুরুত্ব সহকারে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ I আগামি দিনে সর্বপ্রথম এরুপ পোস্টের আপডেট পেতে আমাদের ওয়েবসাইট টি Follow করুন I আজ এই পর্যন্ত …..