ভারতীয় সংবিধানের ইতিবৃত্তি ll Indian Constitution Special Part-2
¤ভারতীয় সংবিধানের ইতিবৃত্তি¤
(দ্বিতীয় পর্ব)
- রাজ্য সরকার বৃত্তি, পেশা, বাণিজ্যের উপর সর্বাধিক কত টাকা কর বসাতে পারে ?
উঃ) 250 টাকা I -
কেন্দ্র-রাজ্য ক্ষমতা বন্টনের বিষয়ে কেন্দ্র কর্তৃক গঠিত কমিশনের নাম কি ?
উঃ) সারকারিয়া কমিশন I -
সারকারিয়া কমিশন কবে গঠিত হয় ?
উঃ) 1983 সালে I -
সারকারিয়া কমিশনের মোট সদস্য সংখ্যা কত ছিল ?
উঃ) তিন জন I -
জাতীয় জরুরিঅবস্থা কালীন কে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে ?
উঃ) পার্লামেন্ট I -
কেন্দ্রীয় অর্থকমিশন গঠিত হয় কত দিনের জন্য ?
উঃ) 5 বছরের জন্য I -
কেন্দ্রীয় সরকারের আয়ের দুটি প্রধান উত্স কি ?
উঃ) কৃষি ছাড়া অন্যান্য আয়ের উপর কর এবং আমদানি-রপ্তানি শুল্ক I -
রাজ্য সরকারের আয়ের দুটি প্রধান উত্স কি ?
উঃ) ভূমি রাজস্ব এবং কৃষি আয়ের উপর কর I -
রাজা মান্নার কমিটি কেনো গঠিত হয় ?
উঃ) কেন্দ্র-রাজ্য সম্পর্ক খতিয়ে দেখার জন্য I -
মূল সংবিধানে কেন্দ্র তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ?
উঃ) 97 টি I
ঐতিহাসিক প্রেক্ষাপটে ভারতীয় সংবিধান এর কিছু প্রশ্নোত্তর
- মূল সংবিধানে রাজ্য তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ?
উঃ) 66 টি I -
মূল সংবিধানে যুগ্ম তালিকাভুক্ত সংখ্যা কটি ছিল ?
উঃ) 47 টি I -
ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে ?
উঃ) তিনটি I -
সংবিধান সংশোধনী বিলে কোন পদাধিকারি সম্মতি দিতে বাধ্য ?
উঃ) রাষ্ট্রপতি I -
কোন সংবিধানিক সংস্থা মৌলিক অধিকার সংশোধন করতে পারে ?
উঃ) পার্লামেন্ট I -
ভারতীয় পার্লামেন্ট সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করতে পারে কি ?
উঃ) না I -
কোন মামলার শুনানী তে বলাহয় ‘সংবিধানের মৌলিক কাঠামো সংশোধনযোগ্য নয়’ ?
উঃ) 1973 সালের কেশবানন্দ ভারতী মামলার রায়ে I -
বর্তমানে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত ?
উঃ) 3 জন I -
নির্বাচন কমিশনের সদস্যগন কার দ্বারা নিযুক্ত হন ?
উঃ) রাষ্ট্রপতি দ্বারা I -
সংবিধানের কত নম্বর ধারায় নির্বচন কমিশন গঠনের কথা বলা হয়েছে ?
উঃ) 324/2 নম্বর ধারায় I
এখান থেকে জেনে নিন জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- সংবিধানের কত নম্বর ধারায় নাগরিকের ভোটাধিকার স্বীকৃত ?
উঃ) 326 নম্বর ধারায় I -
কীভাবে কে মুখ্য নির্বাচন কমিশনার বা অন্যান্য নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন ?
উঃ) পার্লামেন্টের সম্মতিক্রমে রাষ্ট্রপতি I -
বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার এর কার্যকাল কত বছর ?
উঃ) 6 বছর I -
সংবিধানের কত নম্বর ধারায় মুখ্য নির্বাচন কমিশনার এর কার্যাবলী উল্লেখ করা আছে ?
উঃ) 324/1 নম্বর ধারায় I -
নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দ্বায়িত্ব কার ?
উঃ) আদালতের I -
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতির উল্লেখ রয়েছে ?
উঃ) 368 নম্বর ধারায় I -
কত নম্বর সংবিধান সংশোধনীতে দলত্যাগ বন্ধের ব্যবস্থা করা হয়েছে ?
উঃ) 1985 সালের 52 নম্বর সংশোধনীতে I -
1992 সালের 73 নম্বর সংশধনী আইন কোন বিষয় সম্পর্কিত ?
উঃ) পঞ্চায়েত ব্যবস্থা I -
1992 সালের 74 নম্বর সংশধনী আইন কোন বিষয় সম্পর্কিত ?
উঃ) পৌর ব্যবস্থা I -
কোন সংবিধান সংশোধনী আইনে বলা হয় ‘রাষ্ট্রপতি সংবিধান সংশোধনী বিলে সম্মতি দিতে বাধ্য’ ?
উঃ) 1971 সালের 24 তম সংশোধনীতে I
এখান থেকে জানতে পারবেন বর্তমানে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিত্ব সম্পর্কে
- কবে 42 তম ও 44 তম সংবিধান সংশোধনীআইন প্রণীত হয় ?
উঃ) 1976 ও 1978 সালে I -
অন্তর্বর্তী নির্বাচন কি ?
উঃ) দুটি সাধারণ নির্বাচনের মধ্যবর্তী কালে অনুষ্ঠিত নির্বাচন I -
কোন কোন বিল কেন্দ্র করে পার্লামেন্টের উভয় কক্ষে অধিবেশন হয় না ?
উঃ) অর্থ বিল ও সংবিধান সংশোধনী বিল I -
ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সরকারী ভাষা সমন্ধে আলোচনা করা হয়েছে ?
উঃ) 343 নম্বর ধারায় I -
সংবিধান অনুযায়ী ভারতের সরকারী ভাষা কি ?
উঃ) দেবনাগরী হরপে লেখা হিন্দি I -
বর্তমানে স্বীকৃত আঞ্চলিক ভাষার সংখ্যা কত ?
উঃ) 18 টি I -
পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অন্য রাজ ভাষা কি ?
উঃ) নেপালী I -
সুপ্রিমকোর্ট বা হাইকোর্টের রায়,ডিক্রি বা নির্দেশ কোন ভাষায় লেখা হয় ?
উঃ) ইংরাজী I -
ভারতের প্রথম কবে ভাষা কমিশন গঠিত হয় ?
উঃ) 1955 সালে I -
কার সভাপতিত্বে ভাষা কমিশন গঠিত হয় ?
উঃ) বি.জি. খারের সভাপতিত্বে I
এখান থেকে পড়ুন ভারতীয় অর্থনীতির বিশেষ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
- ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলে ভাষা সংক্রান্ত ব্যবস্থাদি আলোচিত হয়েছে ?
উঃ) অষ্টম তফসিলে I -
ভারতের শ্বাসন বিভাগের শীর্ষ পদাধিকারি কে ?
উঃ) রাষ্ট্রপতি I -
ভারতের শ্বাসন বিভাগের শীর্ষ পদটি ইংল্যান্ডের কোন পদের সমতুল্য ?
উঃ) রাজ পদের I -
ভারতের প্রকৃত শাসক কে ?
উঃ) প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদ I -
ভারতের নামসর্বস্ব শাসক কে ?
উঃ) রাষ্ট্রপতি I -
রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ন্যূনতম কত বয়স্ক হতে হয় ?
উঃ) 35 বছর I -
রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতিকে কি বলা হয় ?
উঃ) একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভোট I -
রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচক সংস্থার সদস্য কারা ?
উঃ) পার্লামেন্ট ও রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত প্রতিনিধিরা -
রাষ্ট্রপতি নির্বাচনে ‘কোটা’ বলতে কি বোঝায় ?
উঃ) মোট বৈধ ভোট কে দুই দিয়ে ভাগ করে এক যোগ করে যে সংখ্যা পাওয়া যায় I -
রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির কার্যকালের সময়সীমা কত ?
উঃ) 5 বছর I
এখান থেকে জেনে নিন সাধারণ জ্ঞানের প্রথম পর্বের প্রশ্নোত্তরগুলি
————–
♥ পোস্ট টি আগ্রহপূর্বক পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই I সর্বাগ্রে আমাদের সমস্ত পোস্ট এর সূচনা পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করুন I প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা উপযোগী তথ্যভাণ্ডার তুলে ধরবো আমরা I
◊ সঙ্গে থাকুন, সংগ্রহ করুন