একনজরে জীবন বিজ্ঞানের ৫০ টি তথ্য
♦একনজরে জীবন বিজ্ঞানের ৫০ টি তথ্য♦
- টাইলোসোয়েড নামক উদ্ভিদংশ দেখা যায় ব্যক্তবিজি উদ্ভিদে I
-
স্পঞ্জী প্যারেনকাইমা থাকে – শুধুমাত্র সমাঙ্গ পৃষ্ঠ পাতায় I
-
হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় – পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে I
-
মিক্সিডিমা রোগ হয় – থাইরক্সিন হরমোনের কম ক্ষরনে I
-
ভুট্টার কাণ্ডে উপস্থিত নালিকা বান্ডিলের প্রকৃতি হল – বদ্ধসম পার্শ্বীয় I
-
জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায় – লবণাম্বু উদ্ভিদে I
-
আগার আগার পাওয়া যায় – লোহিত শৈবাল থেকে I
-
মাইকোরাইজা হল – মিথোজিবি I
-
গম গাছের কাণ্ডের মরিচা রোগ ঘটায় – পাকসিনিয়া জীবাণু I
-
আলুর বিলম্বিত রোগের সঙ্গে সম্পর্কিত জীবাণু হল – ফাইটোপথোরা I
-
ICUN স্থাপিত হয় – 1948 সালে I
-
বহুপ্রান্তিয় অমরা বিন্যাস হল – কিউটারবিটেসি গোত্রের প্রবীণ বৈশিষ্ট I
-
প্যালিও বোটানি হল – অতীত যুগের বিলুপ্ত হওয়া উদ্ভিদের অধ্যায়ন I
-
অ্যান্টি ট্রান্সপারেন্ট হল – অ্যাবসিসিক অ্যাসিড (ABA)
-
ডুমুর থেকে সংশ্লেষিত হরমোন হল – অ্যাবসি সিক অ্যাসিড I
-
TMV ভাইরাসের এর আবিষ্কারক – স্ট্যানলি I
-
এপিজোম পাওয়া যায় – ব্যাকটেরিয়ায় I
-
ই-কোলাই মানব অন্ত্রে পাওয়া যায় এটি গ্রাম নেগেটিভ প্রকৃতির ব্যাকটেরিয়া I
-
কোসিও অঙ্গানু পেরোকিজোম C2 চক্রের সাথে সম্পর্কিত I
-
ডুমুর হল – পুষ্প বিন্যাস I
-
কান্ডের জাইলেম বিন্যাস – এনডার্ক প্রকৃতির I
-
NOR থেকে নির্গত হয় – নিউক্লীয়লাস I
-
ডাবের শষ্য হল – টিপ্লয়েড প্রকৃতির I
-
মিশ্র চমসামঞ্জুরী পুষ্প বিন্যাস দেখা যায় – কলা গাছে I
-
লেনটিসেল দেখা যায় – উদ্ভিদের মূলে I
-
ডাবের জলে থাকে – সাইটো কাই নিন হরমোন I
-
মানব দেহের পিত্তরস ফ্যাট জতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে I
-
মূত্রে রক্ত থাকলে – হিমাচুরিয়া রোগ হয় I
-
বংশগতি বিদ্যার জনক – জি.এইচ.ম্যান্ডেল I
-
অরিজিন অফ স্পেসিস গ্রন্থের লেখক – ডারউইন I
31.মিউটেশন তত্ত্ব এর প্রবক্তা – হুগো দ্য ভৃস I
- ব্যাঙাচির ব্যাঙে রূপান্তরে সাহায্য করে – থাইরক্সিন হরমোন I
-
সোয়ান কোষ দেখা যায় – অ্যাক্সন নামক অঙ্গে I
-
সালোকসংশ্লেষে সক্ষম প্রাণী – ইউগ্লিনা I
-
মানুষের দীর্ঘতম স্নায়ু – অপটিক স্নায়ু I
-
Forest Research Institute অবস্থিত – দেরাদুনে I
-
মানবদেহের ভারসাম্য রক্ষা করে – কানের অটোলিথ যন্ত্র I
-
জাইগানটিজম রোগটি হয় – STH হরমোনের অধিক ক্ষরনে I
-
সার্বিক দাতা হল ‘O’ গ্রুপের রক্ত এবং গ্রহীতা হল ‘AB’ গ্রুপের রক্ত I
-
মিওসিস কোষ বিভাজনে ক্রোমোজম সংখ্যা হয় – অর্ধেক I
-
একটি মাইক্রো বা ট্রেস এলিমেন্ট হল – বোরণ I
-
একটি অন্ত জরায়ুজ প্রাণী হল – হাঙ্গর I
-
যৌন দ্বিরুপতা বিহীন প্রাণী হল – কেঁচো I
-
শুক্রাণুকে পুষ্টি যোগায় – সারটো লি I
-
অ্যালোজম ক্রোমোজম সংখ্যা – দুটি I
-
কুয়াইল ও টার্কি পাখির প্রতিপালনকে বলে – পোল্ট্রি I
-
ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধংসকারী রক্ত কণিকা হল – মনোসাইট I
-
নিউক্লিয়াসে প্রোটিনের শতকরা ভাগ – 15
-
বেরিজাতীয় ফলের একটি উদাহরণ – বেগুন I
-
এক কাপ চায়ে প্রাপ্য ক্যাফিনের পরিমাণ – 60 mg
————–
♥ পোস্ট টি আগ্রহপূর্বক পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই I সর্বাগ্রে আমাদের সমস্ত পোস্ট এর সূচনা পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করুন I প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা উপযোগী তথ্যভাণ্ডার তুলে ধরবো আমরা I
সঙ্গে থাকুন, সংগ্রহ করুন I