MGI PRIME TET MOCK TEST
MGI PRIME TET MOCK TEST – 1
********************
আজকের মক টেস্টের বিষয় শিশু মনস্তত্ব । বিষয়টি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং উচ্চ প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগ পরীক্ষার TET এর একটি গুরুত্বপূর্ণ বিষয় । আবার নবম থেকে দ্বাদশ স্তরের TET এর ক্ষেত্রে TEACHING-LEARNING এর ক্ষেত্রেও স্বল্প বিস্তর যুক্ত ।
মক টেস্ট দেওয়ার জন্য START QUIZ এ ক্লিক করুন এবং প্রশ্নের উত্তর করতে করতে এগিয়ে যান ।
প্রারম্ভে আপনার নাম এবং MAIL ID অবশ্যই নথিভুক্ত করবেন ।
0 of 15 questions completed Questions:
মিশন জিওগ্রাফি ইন্ডিয়া পরিচালিত TET MOCK TEST এ আপনাকে স্বাগত । আশাকরি এই টেস্টের মাধ্যমে আপনি আপনার প্রস্তুতি সম্পর্কে অবহিত হতে পারবেন MOCK TEST SUBJECT :- CHILD PSYCHOLOGY TOTAL QUESTION :- 15 TOTAL MARKS :- 15
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Time has elapsed মক টেস্টে অংশগ্রহন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ । নিম্নের কোনটি ফলিত মনোবিজ্ঞানের শাখা নয় ? ফলিত মনোবিজ্ঞানের শাখাগুলি হলঃ i) Educational Psychology, ii) Clinical Psychology, iii) Industrial Psychology, iv) Forensic Psychology, v) Health Psychology, vi) Personality Psychology ইত্যাদি । ফলিত মনোবিজ্ঞানের শাখাগুলি হলঃ i) Educational Psychology, ii) Clinical Psychology, iii) Industrial Psychology, iv) Forensic Psychology, v) Health Psychology, vi) Personality Psychology ইত্যাদি । নিম্নের কে শিক্ষা মনোবিজ্ঞানের সূচনা করেন ? R.E Grinder 1989 সালে প্রকাশিত তার “Educational Psychology: the master science” নামক গ্রন্থে Plato এবং তাঁর শিষ্য Aristotle শিক্ষা মনোবিজ্ঞানের সূচনা করেন বলে উল্লেখ করেন । R.E Grinder 1989 সালে প্রকাশিত তার “Educational Psychology: the master science” নামক গ্রন্থে Plato এবং তাঁর শিষ্য Aristotle শিক্ষা মনোবিজ্ঞানের সূচনা করেন বলে উল্লেখ করেন । নিম্নের কোনটি বৃদ্ধি পরিমাপের Measurement Approaches এর অন্তর্গত নয় ? বৃদ্ধি পরিমাপের Measurement Approaches গুলি হলঃ Craniometry, Anthropometry, Cephalometric Radiography, There-Dimensional Images বৃদ্ধি পরিমাপের Measurement Approaches গুলি হলঃ Craniometry, Anthropometry, Cephalometric Radiography, There-Dimensional Images জন্মের পর শিশুর কত শতাংশ জন্মকালীন ওজন হ্রাস পায় ? জন্মের পর শিশুর 5% – 10% জন্মকালীন ওজন হ্রাস পায় । পরবর্তী ক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পেতে থাকে । জন্মের পর শিশুর 5% – 10% জন্মকালীন ওজন হ্রাস পায় । পরবর্তী ক্ষেত্রে 2 সপ্তাহের মধ্যে শিশুর ওজন দ্রুত বৃদ্ধি পেতে থাকে । জন্ম পূর্ববর্তী পর্যায়ের Embryonic Stage টি নিম্নের কোন স্তরের অন্তর্গত ? জন্ম পূর্ববতী পর্যায়ে বিকাশের 3 টি স্তর রয়েছে, যথাঃ i) Germinal Stage (প্রথম দুই সপ্তাহ), ii) Embryonic Stage (2 সপ্তাহ থেকে 2 মাস) এবং iii) Fetal Stage (2 মাস থেকে জন্ম কাল ) । জন্ম পূর্ববতী পর্যায়ে বিকাশের 3 টি স্তর রয়েছে, যথাঃ i) Germinal Stage (প্রথম দুই সপ্তাহ), ii) Embryonic Stage (2 সপ্তাহ থেকে 2 মাস) এবং iii) Fetal Stage (2 মাস থেকে জন্ম কাল ) । পিকুনাসের জীবন বিকাশের ধরা অনুযায়ী মাধ্যমিক বাল্য স্তর (Middle Childhood) এর সময়কাল – আমেরিকান মনোবিদ Justin Pikunas মানুষের জীবন বিকাশের ধারাকে 10 টি স্তরে ভাগ করেছেন, এগুল হল :- i) প্রাক জন্ম স্তর (Prenatal Stage) :- গর্ভ সঞ্চার থেকে ভুমিষ্ট হওয়ার পূর্ব মুহূর্ত l ii) সদ্যজাত স্তর (Natal Stage) :- 0-4 সপ্তাহ l iii) প্রথম শৈশবের স্তর (Early Infancy) :- 1-18 মাস l iv) শৈশবের শেষ স্তর (Let Infancy) :- 18 মাস থেকে আড়াই বছর l v) প্রাথমিক বাল্য স্তর (Early Childhood) :- আড়াই বছর থেকে পাঁচ বছর l vi) মাধ্যমিক বাল্য স্তর (Middle Childhood) :- 5-9 বছর l vii) প্রান্তিক বাল্য স্তর (Late Childhood) :- 9-12 বছর l viii) যৌবনাগমের স্তর (Adolescence) :- 12-21 বছর l ix) প্রাপ্ত বয়স্ক স্তর (Adult hood) :- 21-70 বছর l এবং x) বার্ধক্য (Senescence) :- 70 বছর থেকে আমৃত্যু l আমেরিকান মনোবিদ Justin Pikunas মানুষের জীবন বিকাশের ধারাকে 10 টি স্তরে ভাগ করেছেন, এগুল হল :- i) প্রাক জন্ম স্তর (Prenatal Stage) :- গর্ভ সঞ্চার থেকে ভুমিষ্ট হওয়ার পূর্ব মুহূর্ত l ii) সদ্যজাত স্তর (Natal Stage) :- 0-4 সপ্তাহ l iii) প্রথম শৈশবের স্তর (Early Infancy) :- 1-18 মাস l iv) শৈশবের শেষ স্তর (Let Infancy) :- 18 মাস থেকে আড়াই বছর l v) প্রাথমিক বাল্য স্তর (Early Childhood) :- আড়াই বছর থেকে পাঁচ বছর l vi) মাধ্যমিক বাল্য স্তর (Middle Childhood) :- 5-9 বছর l vii) প্রান্তিক বাল্য স্তর (Late Childhood) :- 9-12 বছর l viii) যৌবনাগমের স্তর (Adolescence) :- 12-21 বছর l ix) প্রাপ্ত বয়স্ক স্তর (Adult hood) :- 21-70 বছর l এবং x) বার্ধক্য (Senescence) :- 70 বছর থেকে আমৃত্যু l নিম্নের কোন বক্তব্যটি সঠিক ? শৈশব (0-2 বছর) কালে শিশুর সামাজিক বিকাশের প্রধান প্রকৃতিগুলি হলঃ i) জন্মাবস্থায় শিশু থাকে সম্পূর্ণ আত্মকেন্দ্রিক, শৈশব কালে শিশুর অবচেতন মনে সামাজিক বিকাশের সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে পরিবারের সদস্যদের সাথে মিথস্ক্রিয়া ঘটে l ii) নবজাতক মায়ের আওয়াজ চিনতে পারে এবং 20-30 সেমিঃ দূরত্বে থাকা কোন কিছুর প্রতি মনোযোগ দিতে পারে । প্রথম দুমাসে শিশু তার পারিপার্শ্বিক বয়স্কদেড়র সম্পর্কে সচেতন হয় । iii) তিনমাস বয়সে সচল বস্তুর গতির উপর নজর রাখতে পারে, 3-4 মাসে সামাজিক প্রতিক্রিয়া শুরু হয়, পরিবারের মানুষজনকে বুঝতে পারে । iv) 5-6 মাসে আদর ও ধমকের পার্থক্য বুঝতে পারে, পিতামাতার অনুপস্থিতিতে কান্না করে l v) 8-9 মাসে মুখের শব্দ ও অঙ্গভঙ্গি অনুকরণ করে । 1 বছর বয়সে ‘না’ এর অর্থ বোঝে l 12 থেকে 24 মাস বয়সে পরিবারের সদস্যদের এবং শরীরের বিভিন্ন অংশের নাম বলতে পারে । শৈশব (0-2 বছর) কালে শিশুর সামাজিক বিকাশের প্রধান প্রকৃতিগুলি হলঃ i) জন্মাবস্থায় শিশু থাকে সম্পূর্ণ আত্মকেন্দ্রিক, শৈশব কালে শিশুর অবচেতন মনে সামাজিক বিকাশের সূত্রপাত ঘটে এবং ধীরে ধীরে পরিবারের সদস্যদের সাথে মিথস্ক্রিয়া ঘটে l ii) নবজাতক মায়ের আওয়াজ চিনতে পারে এবং 20-30 সেমিঃ দূরত্বে থাকা কোন কিছুর প্রতি মনোযোগ দিতে পারে । প্রথম দুমাসে শিশু তার পারিপার্শ্বিক বয়স্কদেড়র সম্পর্কে সচেতন হয় । iii) তিনমাস বয়সে সচল বস্তুর গতির উপর নজর রাখতে পারে, 3-4 মাসে সামাজিক প্রতিক্রিয়া শুরু হয়, পরিবারের মানুষজনকে বুঝতে পারে । iv) 5-6 মাসে আদর ও ধমকের পার্থক্য বুঝতে পারে, পিতামাতার অনুপস্থিতিতে কান্না করে l v) 8-9 মাসে মুখের শব্দ ও অঙ্গভঙ্গি অনুকরণ করে । 1 বছর বয়সে ‘না’ এর অর্থ বোঝে l 12 থেকে 24 মাস বয়সে পরিবারের সদস্যদের এবং শরীরের বিভিন্ন অংশের নাম বলতে পারে । কত বছর বয়সে, বেশিরভাগ শিশুরা “learning to read” থেকে “reading to learn” দিকে অগ্রসর হয় ? উত্তর বাল্যকালে শিশুর ভাষা ও বাচনিক বিকাশের প্রকৃতি হলঃ i) 7 বছর বয়সে শিশুর সম্ভাব্য শব্দভান্ডার 21,200, 8 বছর বয়সে 26,300 এবং 10 বছর বয়সে 38,300 টি । ii) এই সময়ে বিদ্যালয়ে পঠনপাঠন আরম্ভ হয় এবং ব্যকরণ সমন্ধে শিশুর বোধ গড়তে উঠতে থাকে । iii) 6-7 বছর বয়সে শিশু সংখ্যার ধারণাটি বোঝে, দিনের এবং রাতের সময় জানতে পারে, সময় বলতে পারে, 3 টি পৃথক নির্দেশাবলী রয়েছে এমন কমান্ডগুলি বোঝে, বস্তু এবং তাদের ব্যবহার ব্যাখ্যা করতে পারে, বোঝানো বিষয়ের পুনরাবৃত্তি করতে পারে, বয়স-উপযুক্ত বই পড়তে পারে । iv) 8 বছর বয়সে, বেশিরভাগ শিশুরা “learning to read” থেকে “reading to learn” দিকে অগ্রসর হয় । v) 8-9 বছর বয়সে উল্টোদিকে গুনতে পারে, তারিখ বলতে পারে, আগ্রহ সহকারে পড়ে এবং পড়া উপভোগ করে, ভগ্নাংশ বোঝে, স্থানের ধারণাটি বোঝে, ক্রমানুসারে সপ্তাহ-মাস এবং দিনগুলির নাম বলতে পারে । উত্তর বাল্যকালে শিশুর ভাষা ও বাচনিক বিকাশের প্রকৃতি হলঃ i) 7 বছর বয়সে শিশুর সম্ভাব্য শব্দভান্ডার 21,200, 8 বছর বয়সে 26,300 এবং 10 বছর বয়সে 38,300 টি । ii) এই সময়ে বিদ্যালয়ে পঠনপাঠন আরম্ভ হয় এবং ব্যকরণ সমন্ধে শিশুর বোধ গড়তে উঠতে থাকে । iii) 6-7 বছর বয়সে শিশু সংখ্যার ধারণাটি বোঝে, দিনের এবং রাতের সময় জানতে পারে, সময় বলতে পারে, 3 টি পৃথক নির্দেশাবলী রয়েছে এমন কমান্ডগুলি বোঝে, বস্তু এবং তাদের ব্যবহার ব্যাখ্যা করতে পারে, বোঝানো বিষয়ের পুনরাবৃত্তি করতে পারে, বয়স-উপযুক্ত বই পড়তে পারে । iv) 8 বছর বয়সে, বেশিরভাগ শিশুরা “learning to read” থেকে “reading to learn” দিকে অগ্রসর হয় । v) 8-9 বছর বয়সে উল্টোদিকে গুনতে পারে, তারিখ বলতে পারে, আগ্রহ সহকারে পড়ে এবং পড়া উপভোগ করে, ভগ্নাংশ বোঝে, স্থানের ধারণাটি বোঝে, ক্রমানুসারে সপ্তাহ-মাস এবং দিনগুলির নাম বলতে পারে । দৈহিক বিকাশের সঠিক নিয়ম ক্রমটি হল – দৈহিক বিকাশের নিয়ম গুলি হল :- i) Law of Continuity, ii) Law of Development Activity, iii) Law of Rhythmic Growth. দৈহিক বিকাশের নিয়ম গুলি হল :- i) Law of Continuity, ii) Law of Development Activity, iii) Law of Rhythmic Growth. শিশুর চলন বিকাশের কয়টি পর্যায় রয়েছে ? শিশুর চলন বিকাশ দুটি পর্যায়ে সংঘটিত হয়, এগুলি হল – i) সামগ্রিক চলন বিকাশ ও ii) সূক্ষ্ম চলন বিকাশ । শিশুর চলন বিকাশ দুটি পর্যায়ে সংঘটিত হয়, এগুলি হল – i) সামগ্রিক চলন বিকাশ ও ii) সূক্ষ্ম চলন বিকাশ । সমাজবিদ্যার জনক কে ? আধুনিক সমাজতত্বের প্রবক্তা অগাস্ট কোঁৎ হলেন সমাজবিদ্যার জনক । আধুনিক সমাজতত্বের প্রবক্তা অগাস্ট কোঁৎ হলেন সমাজবিদ্যার জনক । ফ্রয়েড এর ব্যক্তিত্বের গঠন সংক্রান্ত ধারনাটির সাথে নিম্নের কোন শব্দটি সঠিক নয় ? ফ্রয়েড ব্যক্তিত্বের গঠন সংক্রান্ত ধারনাটি পাঁচ ভাগে ভাগ করেছেন ও সেগুলি হল i) মানসিক ক্রিয়ার স্তর, ii) প্রেষণা, iii) অন্তর্দ্বন্দ, iv) যৌনচেতনার বিকাশ এবং v) ইদম, অহম ও অধিসত্বা । ফ্রয়েড ব্যক্তিত্বের গঠন সংক্রান্ত ধারনাটি পাঁচ ভাগে ভাগ করেছেন ও সেগুলি হল i) মানসিক ক্রিয়ার স্তর, ii) প্রেষণা, iii) অন্তর্দ্বন্দ, iv) যৌনচেতনার বিকাশ এবং v) ইদম, অহম ও অধিসত্বা । “খেলা শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহ করে” – কথাটি নিম্নের কে বলেছিলেন ? “খেলা শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহ করে” – কথাটি বলেছিলেন মনোবিদ এরিক এরিকসন । “খেলা শিশুর উদ্যোগী মনোভাবকে উৎসাহ করে” – কথাটি বলেছিলেন মনোবিদ এরিক এরিকসন । “Science and Human Behaviour” গ্রন্থটির লেখক কে ? Science and Human Behaviour গ্রন্থটির লেখক হলেন মনোবৈজ্ঞানী Burrhus Frederic Skinner । Science and Human Behaviour গ্রন্থটির লেখক হলেন মনোবৈজ্ঞানী Burrhus Frederic Skinner । নিম্নের কোনটি লরেন্স কোহেলবার্গ এর নৈতিক বিকাশের মূল উপাদান নয় ? লরেন্স কোহেলবার্গ এর মতে নৈতিক বিকাশের মূল উপাদান গুলি হল জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব ও নির্দিষ্ট ভূমিকা গ্রহণ ক্ষমতা । লরেন্স কোহেলবার্গ এর মতে নৈতিক বিকাশের মূল উপাদান গুলি হল জ্ঞানমূলক বিকাশ, জ্ঞানমূলক দ্বন্দ্ব ও নির্দিষ্ট ভূমিকা গ্রহণ ক্ষমতা ।
Quiz-summary
Information
Results
Average score
Your score
Categories
Pos.
Name
Entered on
Points
Result
Table is loading
No data available
1. Question
1 points
2. Question
1 points
3. Question
1 points
4. Question
1 points
5. Question
1 points
6. Question
1 points
7. Question
1 points
8. Question
1 points
9. Question
1 points
10. Question
1 points
11. Question
1 points
12. Question
1 points
13. Question
1 points
14. Question
1 points
15. Question
1 points