MGI SLST GEOGRAPHY ONLINE MOCK TEST – CARTOGRAPHY SPECIAL
MGI SLST GEOGRAPHY ONLINE MOCK TEST (CARTOGRAPHY SPECIAL)
********************
চাকরির প্রতিযোগিতায় জটিলতা ক্রমশ দিন দিন বেড়েই চলেছে । প্রতিযোগির সংখ্যা ও আসন সংখ্যা ব্যাস্তানুপাতিকহারে একে অপরকে টেক্কা দিচ্ছে । ফলে প্রস্তুতি নিরন্তরভাবে চালিয়ে না গেলে প্রতিযোগিতায় পরীক্ষার হল পর্যন্ত পৌঁছান গেলেও বহু আকাঙ্ক্ষিত বিদ্যালয় শ্রেণিকক্ষে পৌঁছানো মুশকিল । তাই বাড়িতে পড়াশুনার পাশপাশি নিজেকে ঝালিয়ে নিতে প্রয়োজন মাঝে মধ্যে মক টেস্ট দেওয়া । মক টেস্টের মাধ্যমে সহজেই নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে অবহিত হওয়া সম্ভব । তাই MGI আরম্ভ করেছে মক টেস্ট সিরিজ । RRBNTPCEXAM.COM এর মাধ্যমে TET এবং SLST GEOGRAPHY এর উপর মক টেস্ট চলতে থাকবে, তাই প্রত্যেকটি মক টেস্টে অংশগ্রহন করতে ভুলবেন না ।
COVID পরবর্তী সময়ে শিক্ষার ক্ষেত্রে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ONLINE প্রস্তুতির মাত্রা । বিভিন্ন ক্ষেত্রে প্রস্তুতির একটি বিকল্প ব্যবস্থা হিসাবে অনলাইন দ্রুত বর্ধনশীল মাধ্যমে পরিণত হয়েছে । এই সময় বাইরে গিয়ে নিজেকে ঝুঁকির মাঝে ঠেলে না দিয়ে বাড়িতে থেকেই প্রস্তুতি চালিয়ে যাওয়ার জন্য আপনাকে সাহায্য করবো আমরা । তাই নিয়মিতভাবে আমাদের সাথে থাকুন ।
মক টেস্ট হিসাবে আমাদের আজকের বিষয় হিসাবে SLST GEOGRAPHY থেকে CARTOGRAPHY SPECIAL হিসাবে 15 টি প্রশ্নের একটি সেট আপনাদের সামনে উপস্থাপন করা হল আশাকরি ধীরেসুস্থে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে করতে এগিয়ে যাবেন …..
♦আরো কয়েকটি মক টেস্ট, এর আগে দেওয়া সুযোগ না পেয়ে থাকলে এখন অংশগ্রহন করতে পারেন ।👇👇👇👇👇
➡➡➡➡➡➡➡➡➡➡➡➡
1. শিশু মনস্তত্ত্ব (CHILD PSYCHOLOGY)
2. ভূগোল শিক্ষণ পদ্ধতি (GEOGRAPHY PEDAGOGY)
3. শিক্ষণ-শিখন (TEACHING LEARNING)
4. স্কুল সার্ভিস ভূগোল (SLST GEOGRAPHY)
5. ইতিহাস শিক্ষণ পদ্ধতি (HISTORY PEDAGOGY)
6. শিশু মনস্তত্ব
MGI GEOGRAPHY ONLINE MOCK TEST এ আপনাকে স্বাগত । আজ আমাদের মক টেস্টের বিষয় SLST SUBJECT হিসাবে Geography এর CARTOGRAPHY প্রত্যেকটি প্রশ্ন মনোযোগ দিয়ে করুন এবং নিজের অগ্রগতি যাচাই করুন । Subject :- Geography (CARTOGRAPHY SPECIAL)
MGI SLST GEOGRAPHY ONLINE MOCK TEST - CARTOGRAPHY SPECIAL
Total Question :- 15
Total Marks :- 15
Time :- 15 min.
আমাদের উদ্যোগ ভাল লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন