Selected General Knowledge Part-2 ll নির্বাচিত সাধারণ জ্ঞানের সংকলন
♦ Selected General Knowledge Part-2
- রাষ্ট্র পুঞ্জের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত ?
উঃ নিউইয়র্কে I -
জলদাপাড়া অভয়ারন্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
উঃ জলপাইগুড়ি জেলায় I -
ভুটানের পার্লামেন্টের নাম কি ?
উঃ সোংডু I -
“টিনের তলোয়ার” এর পরিচালক কে ?
উঃ প্রখ্যাত নাট্যকার উৎপল দত্ত I -
কিউবার রাজধানীর নাম কি ?
উঃ হাভানা I -
পঞ্চতন্ত্রের লেখক কে ?
উঃ বিষ্ণু শর্মা I -
‘Knowledge is power’উক্তিটি কার ?
উঃ ফ্রান্সিস বেকন এর I -
পিপল ডেইলি সংবাদপত্রটি কোন দেশের ?
উঃ চিনের I -
“বিবর” উপন্যাসের লেখক কে ?
উঃ সমরেশ বসু I -
লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
উঃ গোমতী নদীর তীরে I -
কাজিরাঙ্গা অভয়ারণ্যের মুল আকর্ষণ কি ?
উঃ এক শৃঙ্গ গন্ডার I -
প্রথম ভারতীয় অভিনেতা হিসাবে হলিউড সিনেমায় কে অভিনয় করেন ?
উঃ দস্তাগীর I -
মালয়েশিয়ার জাতীয় ফুল কি ?
উঃ জবা I -
কোন শহরকে প্রাচ্যের স্কটল্যান্ড বলা হয় ?
উঃ ওশাকা কে i -
প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে ?
উঃ রীতা ফারিয়া I -
কোন শহরকে পবিত্র শহর বলা হয় ?
উঃ জেরুজালেম কে I -
কুঞ্জরানী দেবী কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?
উঃ ভারউত্তোলন এর সাথে I -
কোন দেশকে ইউরোপের খেলার মাঠ বলা হয় ?
উঃ সুইজারল্যান্ড কে I -
“Cricket my style” এর লেখক কে ?
উঃ কপিল দেব I -
কখন প্রথম কমনওয়েলথ গেমস আরম্ভ হয় ?
উঃ 1930 সালে I -
টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম অধিনায়ক কে ?
উঃ সি. কে নাইডু I -
রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উঃ গল্ফ খেলার সাথে I -
দক্ষিণ আফ্রিকার ফুটবল দলকে তাদের সমর্থকেরা কি নামে ডাকে ?
উঃ বাফানা বাফানা নামে I -
জাপানের দ্বিতীয় খেলা কি ?
উঃ যুযুৎসু I -
সুব্রত কাপ কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ফুটবল খেলার সাথে যুক্ত I -
রাগবি খেলায় সর্বাধিক খেলোয়াড় সংখ্যা কত ?
উঃ 13 জন I -
বিংশ শতকের শতাব্দী সেরা ফুটবলারের গৌরব কে অধিকার করেছেন ?
উঃ পেলে I -
ইউরোপের কোন ফুটবলার পরপর পাঁচটি বিশ্বকাপ খেলেছেন ?
উঃ লোথার ম্যাথুজ I -
সাইনা নেহাল কোন খেলার সাথে যুক্ত ?
উঃ ব্যাডমিন্টন খেলার সাথে I -
রাজ্যের কোন খেলোয়াড় রাজ্য ফুটবল ও ক্রিকেট দলের নেতৃত্ব দিয়েছেন ?
উঃ চুনী গোস্বামী I -
কখন প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ?
উঃ 1896 সালে I -
প্রথম বিশ্বকাপ ফুটবল বিজয়ী দেশ কোনটি ?
উঃ উরুগুয়ে I -
ক্রিকেটার নাসির হোসেন কোন দেশের ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন ?
উঃ ইংল্যান্ডের I -
“My life and the beauty” আত্নজীবনী টি কার ?
উঃ বিখ্যাত খেলোয়াড় পেলে এর I -
দাবার ভারতের কনিষ্ঠতম গ্র্যান্ডমাস্টার এর নাম কি ?
উঃ পি. নেগি I -
অ্যানিমিয়া রোগের প্রধান করান কি ?
উঃ লৌহের ঘাটতি I -
ওল্ড হিকরয় ডাক নামটি কার ?
উঃ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের I -
“Auncle Toms Cabins” এর স্রষ্ঠা কে ?
উঃ হ্যারিয়েট বিচার স্টো I -
আলবেনিয়ার প্রচলিত মুদ্রার নাম কি ?
উঃ লেক I -
আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশের নাম কি ?
উঃ সুদান I -
ক্ল্যাভিকল এর অপর নাম কি ?
উঃ কলার বোন I -
ইনকাদের বৃষ্টির দেবতার নাম কি ?
উঃ আপুল্লাপু I -
ওয়াশিংটন ডিসি এর পূর্বে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী কোথায় ছিল ?
উঃ ফিলাডেলফিয়া তে (1790-1800 পর্যন্ত) I -
মার্কিন প্রেসিডেণ্ট এর বাসস্থানের নাম কি ?
উঃ 1600 পেনসিলভানিয়ান অ্যাভিনিউ I -
কালাজ্বর এর প্রতিষেধক কে আবিষ্কার করেন ?
উঃ ডঃ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী I -
সৌর জগতের সর্বাধিক উত্তপ্ত গ্রহের নাম কি ?
উঃ বুধ I -
“Iberia” কোন দেশের বিমান পরিবহন সংস্থা ?
উঃ স্পেনের I -
সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ওড়িশা তে I -
ট্রিস্কাইডেকা ফোবিয়া কি ?
উঃ 13 সংখ্যাকে ভয় পাওয়ার প্রবনতাকে ট্রিস্কাইডেকা ফোবিয়া বলে I -
পৃথিবীর বৃহত্তম কাজু বাদাম উৎপাদক দেশের নাম কি ?
উঃ মোজাম্বিক I
————–
♥ পোস্ট টি আগ্রহপূর্বক পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই I সর্বাগ্রে আমাদের সমস্ত পোস্ট এর সূচনা পেতে অবশ্যই ওয়েবসাইটটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফলো করুন I প্রতিনিয়ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা উপযোগী তথ্যভাণ্ডার তুলে ধরবো আমরা I
◊ সঙ্গে থাকুন, সংগ্রহ করুন